ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ডাকাতের হাত থেকে বাঁচতে পদ্মায় ঝাঁপ, ২ দিন পর মিলল লাশ

ডাকাতের হাত থেকে বাঁচতে পদ্মায় ঝাঁপ, ২ দিন পর মিলল লাশ

দুলাল পাল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৩ | ১৬:৫২ | আপডেট: ০৪ মে ২০২৩ | ১৬:৫২

ডাকাতদের হাত থেকে বাঁচতে পদ্মায় ঝাঁপ দিয়েছিলেন গরু ব্যবসায়ী দুলাল পাল। কিন্তু শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার পদ্মার মানিকগঞ্জের হরিরামপুর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। দুলাল রাজবাড়ী সদর উপজেলার বানিবহ গ্রামের অনিল পালের ছেলে। 

মরদেহ শনাক্ত করে দুলাল পালের ভাই অনুকুল পাল বলেন, গত মঙ্গলবার মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ট্রলারে ৬০-৭০ জন ব্যবসায়ী দৌলতদিয়ার দিকে আসছিলেন। ৬ নম্বর ফেরিঘাটের অদূরে স্পিডবোটে ১৫-২০ জনের মুখোশধারী ডাকাত দল তাঁদের ট্রলারে হামলা চালায় এবং লুটতরাজ করে। দুলাল তিনটি গরু বিক্রির টাকা নিয়ে জীবন রক্ষায় নদীতে ঝাঁপ দেন। নদীতে ঝাঁপ দেওয়ার সময় তাঁর কোমরে টাকা ছিল। কিন্তু লাশ উদ্ধারের সময় ওই টাকা পাওয়া যায়নি। 

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি জেএম সিরাজুল কবির বলেন, ডাকাতের ভয়ে নদীতে ঝাঁপ দেওয়া গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ডাকাতির ঘটনায় মঙ্গলবার রাতেই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতির নগদ ৩৪ লাখ ৬১ হাজার ৮৪২ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাদের ব্যবহৃত স্পিডবোট তল্লাশি করে দেশীয় আগ্নেয়াস্ত্র চারটি, গুলি ১১ রাউন্ড, একটি কাটার ও ৯টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।


আরও পড়ুন

×