গাজীপুর সিটি নির্বাচন
সরে দাঁড়ালেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী মামুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৩ | ১৪:৪৮ | আপডেট: ০৮ মে ২০২৩ | ১৪:৪৮
গাজীপুর সিটি নির্বাচনে নৌকার প্রার্থী আজমত উল্লা খানের প্রত্যাশাই শেষ পর্যন্ত পূরণ হয়েছে। নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মামুন মণ্ডল মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এতে আজমতের ওপর চাপ কমলো।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক নেতা ও ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মামুন সোমবার মনোনয়ন প্রত্যাহার করে নেন। সরকারি দলের আরেক নেতা সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় নেতাকর্মীরা বলছেন, নির্বাচনী মাঠে কোনো প্রভাবই ফেলতে পারবেন না তিনি।
২৫ মের নির্বাচনে আজমতের মূল প্রতিদ্বন্দ্বী কে হচ্ছেন– জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন নাকি বিএনপি পরিবারের সন্তান শাহনুর ইসলাম রনী– সেই আলোচনা শুরু হয়েছে। প্রতীক বরাদ্দের আগে এ সমীকরণ মেলানো যাচ্ছে না। আজ মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তবে আজমত কোনো প্রার্থীকেই দুর্বল মনে করছেন না।
মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পর মামুন মণ্ডল সমকালকে বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আমি আওয়ামী লীগের রাজনীতি করি। দলের সমন্বয় কমিটির সিদ্ধান্ত মেনে নৌকার বিজয়ের প্রয়োজনে শেষ পর্যন্ত আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।’ এ নির্বাচনে শেষ পর্যন্ত মেয়র পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শেষ দিনে গতকাল ৩৭ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে মোট ৩২৪ জন প্রার্থী তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম জানান, ১৫ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী একজন থাকায় ওই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমাদ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। এ ওয়ার্ডে চারজন বৈধ প্রার্থী ছিলেন। তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফয়সাল মহানগর শ্রমিক দলের আহ্বায়ক।