ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সিংড়ায় এক রাতে ৫ ট্রান্সফরমার চুরি

সিংড়ায় এক রাতে ৫ ট্রান্সফরমার চুরি

চুরি যাওয়া ট্রান্সফরমারের পরিত্যক্ত কভার বাড়ি নিয়ে যাচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা - সমকাল

সিংড়া (নাটোর) সংবাদদাতা

প্রকাশ: ০৮ মে ২০২৩ | ১৫:১২ | আপডেট: ০৮ মে ২০২৩ | ১৫:১২

নাটোরের সিংড়ার চলনবিল থেকে এক রাতে পাঁচটি ট্রান্সফরমার চুরি হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার চৌগ্রামের ছাতারবাড়িয়া বিল এলাকায় এ ঘটনা ঘটে।

চলতি মৌসুমে সেচ কাজ শেষ হওয়ায় আজ সোমবার বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমারগুলো নামানোর কথা ছিল। এর আগেই চুরির ঘটনায় কৃষকদের মধ্যে আতঙ্ক কাজ করছে।

সোমবার দুপুরে উপজেলার চৌগ্রামের ছাতারবাড়িয়া বিলে গিয়ে দেখা যায়, চুরি যাওয়া ট্রান্সফরমারের পরিত্যক্ত কভার বাড়ি নিয়ে যাচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

এ সময় দমদমা গ্রামের কৃষক শাজাহান আলী জানান, তাঁরটি ছাড়া আরও আট কৃষকের চারটি ট্রান্সফরমার চুরি হয়েছে।

চৌগ্রামের কৃষক আব্দুল কুদ্দুস জানান, ২৫ কেভির একটি ট্রান্সফরমার থেকে তাঁরা পাঁচ কৃষক সেচের কাজ চালাতেন। সেটি চুরি হওয়ায় এখন সামনের আমন মৌসুমের সেচ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ সিংড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহাদত হোসেন জানান, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। আর কৃষকদের সেচ শেষে আবেদন পাওয়া মাত্রই ট্রান্সফরমার নামাতে নির্দেশ দেওয়া রয়েছে।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। তবে চলনবিলের ট্রান্সফরমার চুরি স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকের সহযোগিতা ছাড়া বন্ধ করা সম্ভব নয়।

আরও পড়ুন

×