ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পৃথক অস্ত্র মামলায় দুজনের ১৭ বছর করে কারাদণ্ড

পৃথক অস্ত্র মামলায় দুজনের ১৭ বছর করে কারাদণ্ড

প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৩ | ১৫:২৪ | আপডেট: ০৯ মে ২০২৩ | ১৫:২৪

পঞ্চগড়ে পৃথক অস্ত্র মামলায় দুজনের ১৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার এ আদেশ দেন। এসময় একটি অস্ত্র মামলায় চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার কানকাটা এলাকার রনজু মিয়া (৪১) ও শারিয়ালজোত এলাকার নেকবর খান (৪৬)। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের নারায়ণজোত বিওপির টহলরত বিজিবি সদস্যরা অস্ত্রসহ রনজুকে আটক করে। পরে রনজু মিয়াসহ চারজনের নামে অস্ত্র আইনে মামলা হয়। বিচার প্রক্রিয়া শেষে দুলাল উদ্দীন (৪০), হাফিজ উদ্দীন (৪০), শেকু (৩৫) এবং শহীদুল ইসলামকে (৪৬) খালাস দেওয়া হয়।

অপরদিকে, ২০১৪ সালের ২৫ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেতুঁলিয়া কোম্পানির বিজিবি সদস্যরা শারিয়ালজোত এলাকায় নেকবর খানের বাড়িতে অভিযান চালান। সেসময় দুই রাউন্ড গুলি ও একটি পিস্তলসহ নেকবরকে আটক করা হয়। মঙ্গলবার আদালত তাকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আমিনুর রহমান বলেন, দুইটি অস্ত্র মামলায় দুজনের ১৭ বছর করে সাজা হয়েছে। 


আরও পড়ুন

×