ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

খাসজমি-ঘর বরাদ্দের দাবিতে বরিশালে ভূমিহীনদের বিক্ষোভ

খাসজমি-ঘর বরাদ্দের দাবিতে বরিশালে ভূমিহীনদের বিক্ষোভ

নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সমাবেশ করা হয় - সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১০ মে ২০২৩ | ১২:৪০ | আপডেট: ১০ মে ২০২৩ | ১২:৪০

যাদের ঘর-বাড়ি আছে তারাই সরকারের দেওয়া খাসজমি ও ঘর বরাদ্দ পাচ্ছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের অনৈতিক হস্তক্ষেপে বঞ্চিত হচ্ছেন প্রকৃত ভূমিহীনরা। এসব অভিযোগ জানিয়ে ‘স্বাধীনতার পরে আন্দোলনরত ভূমিহীনদের ঘর চাই’ দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ করেছে কৃষক ফেডারেশন ও কৃষাণী সভা।

বুধবার সকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর ও জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভে কয়েকশ’ ভূমিহীন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। সকাল ১০টায় তারা অশ্বিনী কুমার হলে জমায়েত হয়ে সমাবেশ করেন। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ভূমিহীনরা।

সমাবেশে বক্তারা বলেন, তাদের দীর্ঘদিনের আন্দোলনের সুফল হিসাবে বর্তমান সরকার ভূমিহীনদের ঘর ও জমি দেওয়ার প্রকল্প নিয়েছে। কিন্ত দুর্নীতিবাজ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের কারণে প্রকৃত ভূমিহীনরা এর সুফল পাচ্ছেন না। টাকার বিনিময়ে স্বচ্ছলদের জমি ও ঘর দেওয়া হচ্ছে।

বক্তারা আরও বলেন, গত ২৩  মার্চ বরিশালে ১৬০ জন প্রকৃত ভূমিহীনের প্রত্যায়নপত্রসহ জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। তাদেরকে খাসজমি ও ঘর বরাদ্দ দেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে দাবি জানানো হয়েছে। কিন্তু তাদের দাবি বাস্তবায়ন হচ্ছে না।

কৃষক ফেডারেশনের বিভাগীয় সভাপতি হারুন ভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হালিম মোহরী, কৃষাণী সভার সভানেত্রী রেহেনা বেগম মিতু সাধারণ সম্পাদক রেনু বেগম, ইউসুফ আকন, আব্দুর রহমান, হিরা বেগম প্রমুখ।

আরও পড়ুন

×