মেয়র খালেক জানালেন
খুলনার উন্নয়নে ৫ বছরে বরাদ্দ হয়েছে আড়াই হাজার কোটি টাকা

নগর ভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কেসিসির মেয়র তালুকদার আবদুল খালেক - সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ১০ মে ২০২৩ | ১৫:০৪ | আপডেট: ১০ মে ২০২৩ | ১৫:০৪
খুলনা মহানগরীর উন্নয়নে গত পাঁচ বছরে সরকার প্রায় আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এর মধ্যে প্রায় এক হাজার ৪০০ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান। করোনাভাইরাসের কারণে দুই বছর স্থবিরতায় অনেক কাজ শেষ করা সম্ভব হয়নি। ফলে নগরবাসীকে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে। কাজ সম্পন্ন হলে খুলনা নগরীর চেহারা পাল্টে যাবে।
বুধবার নগর ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেক। আগামী ১২ জুন কেসিসি নির্বাচন। আগামীকাল বৃহস্পতিবার মেয়র পদ থেকে পদত্যাগ করবেন আবদুল খালেক।
সংবাদ সম্মেলনে বিগত পাঁচ বছরের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানান তিনি। এসময় মেয়র নগরবাসীকে অবহিত করার জন্য আটটি ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে- জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নগরীর তাপমাত্রা নিয়ন্ত্রণ ও মাটির নিচের পানি সংরক্ষণে প্রাকৃতিক নদী, খাল ও জলাশয় সংরক্ষণ।
খালেক বলেন, খুলনার উন্নয়নই আমার মূল লক্ষ্য। চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী আবারও আমাকে মনোনয়ন দিয়েছেন।
তিনি জানান, সরকার খুলনা সিটির গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্পে ৬০৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। নগরীর ৫৭১টি সড়ক উন্নয়নের জন্য এ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। এরই মধ্যে ৪১৮টি সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে, চলমান ১১৪টি এবং দরপত্রের জন্য অপেক্ষমাণ ৩৯টি সড়ক। ‘খুলনা শহরের জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন’ প্রকল্পে বরাদ্দ হয়েছে ৮২৩ কোটি টাকা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব মো. আজমুল হক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আবদুল আজিজ প্রমুখ।
- বিষয় :
- খুলনা
- কেসিসি
- কেসিসির মেয়র
- তালুকদার আবদুল খালেক