ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন, গৃহশিক্ষক আটক

মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন, গৃহশিক্ষক আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯ | ০৯:৩২ | আপডেট: ০২ অক্টোবর ২০১৯ | ০৯:৩৫

মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় সিরাজগঞ্জের কাজিপুরে আব্দুর রউফ আবু সাঈদ (৪৫) নামের এক বাবা খুন হয়েছেন। বুধবার সন্ধ্যায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

আবু সাইদ উপজেলার গান্ধাইল ইউনিয়নের দুবলাই গ্রামের কোরবান আলী মন্ডলের ছেলে। পুলিশ রাত সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর সাবেক গৃহশিক্ষক আমিনুল ইসলামকে আটক করা হয়েছে।  তার বাড়ি কাজিপুর উপজেলা সদরের আলমপুর গ্রামে।

কাজিপুর থানার ওসি এ কে এম লুৎফর রহমান জানান, আবু সাঈদের মেয়ে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।  ওই ছাত্রী যখন ইন্টারমিডিয়েটে পড়তেন আমিনুল ইসলাম তখন তার গৃহশিক্ষক ছিলেন। কয়েক মাস ধরে কলেজ যাওয়ার পথে ওই ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করতেন তিনি। বিষয়টি নিয়ে তাকে বেশ কয়েকবার সতর্ক করেছে মেয়েটির স্বজনরা। বুধবার দুপুরে মেয়েটি কলেজ থেকে বাড়ি ফেরার পথে আমিনুল ও তার কয়েকজন ছাত্র মিলে পথ আগলে তাকে উত্যক্ত করে। খবর পেয়ে মেয়েটির বাবা আবু সাঈদ গিয়ে প্রতিবাদ করেন। এ সময় আমিনুল দলবল নিয়ে তাকে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। 

ওসি আরও জানান, এ ঘটনার মেয়েটির চাচা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে। আমিনুলকে রাতে আটক করা হয়েছে। তার সঙ্গে থাকা বাকিদের খুঁজছে পুলিশ।

আরও পড়ুন

×