গর্তে জমা পানিতে পড়ে ৩ ভাইবোনের মৃত্যু

ফাইল ছবি
পটুয়াখালী ও কলাপাড়া প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৩ | ১০:৪০ | আপডেট: ১২ মে ২০২৩ | ১০:৪০
পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে তিন ভাইবোনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার বাদুরতলী সংলগ্ন জিয়া কলোনিতে মাটিকাটা গর্তে জমে থাকা পানিতে ডুবে এই ঘটনাটি ঘটে।
নিহত তিন ভাই-বোন হচ্ছে অটোচালক সোহেল ফকিরের ছেলে রুমান (৭) ও মেয়ে শারমিন (৫) এবং সোহেলের ছোট ভাই রুবেল ফকিরের মেয়ে মরিয়ম (৮)। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই-বোন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই তিন শিশুর বাবা-মা ঘরে না থাকায় দাদি শেফালী বেগমের কাছে ছিল তারা এবং বাড়ির পাশে খেলা করছিল। দুপুরের দিকে জনৈক এক প্রতিবেশী গরুকে পানি খাওয়ানোর জন্য ওই গর্ত থেকে পানি তুলতে গিয়ে এক শিশুকে ভাসতে দেখেন। এ সময় সে দ্রুত ওই শিশুটিকে পানি থেকে ওঠাতে গিয়ে আরও দুই শিশুর মরদেহ দেখতে পায়। এ অবস্থায় তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং তাদের সহায়তায় তিন শিশুকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কলাপাড়া থানার উপ-পরিদর্শক মো. হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তিন শিশুর মরদেহের সুরতহাল সম্পন্ন করে। এ বিষয় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
- বিষয় :
- পানিতে ডুবে মৃত্যু
- ভাইবোন
- পুলিশ