ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দুইদিন বন্ধ থাকার পর শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু

দুইদিন বন্ধ থাকার পর শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৫ মে ২০২৩ | ০৬:১৭ | আপডেট: ১৫ মে ২০২৩ | ০৬:২০

ঘূর্ণিঝড় ‘মোকা’র কারণে দুইদিন বন্ধ থাকার পর সচল হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। সোমবার সকাল থেকে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে।

এর আগে রোববার রাত থেকে ঘূর্ণিঝড় মোকার সতর্ক সংকেত কমার পর বিমানবন্দর সচলে কাজ শুরু করে কর্তৃপক্ষ। বিমানবন্দরের রানওয়েগুলো বিমান ওঠানামার উপযোগী করা হয়। সোমবার সকাল পৌনে সাতটায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ সমকালকে বলেন, ‘সকাল থেকে বিমানবন্দর চালু হয়েছে। সকাল ৬টা ৪৫ মিনিটে শারজাহ থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করেছে।’

ঘূর্ণিঝড় ‘মোকা’র কারণে শনিবার সকাল থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

×