ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বকেয়া পরিশোধের দাবি

খুলনায় পাটকল শ্রমিকদের ভুখা মিছিল, মানববন্ধন

খুলনায় পাটকল শ্রমিকদের ভুখা মিছিল, মানববন্ধন

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৫ মে ২০২৩ | ১৩:২০ | আপডেট: ১৫ মে ২০২৩ | ১৩:২০

খুলনায় বন্ধ করে দেওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলের স্থায়ী শ্রমিকদের সঞ্চয়পত্র ও ঈদের বোনাসসহ বকেয়া সব পাওনা দ্রুত পরিশোধ এবং পাটকলগুলো ফের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালুর দাবিতে ভুখা মিছিল, মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

খালিশপুরের বিভিন্ন পাটকলের শ্রমিকরা আজ সোমবার বেলা ১১টার দিকে নগরীর ফেরিঘাট মোড় থেকে খালি মালসা হাতে ভুখা মিছিল বের করে। পরে খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন তাঁরা।

রাষ্ট্রায়ত্ত পাটকলের স্থায়ী শ্রমিকদের সঞ্চয়পত্র এবং অন্যান্য পাওনা দাবি আদায় কমিটির সভাপতি শেখ মুহাম্মদ সাদেকুজ্জামানের সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখের পরিচালনায় এ সময় বক্তব্য দেন শ্রমিক নেতা আলমগীর হোসেন, মোহাম্মদ আলী, পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য সচিব এস এ রশীদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টু, গণসংহতি আন্দোলন জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নগর সভাপতি মিজানুর রহমান বাবু, বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক মাহাবুববুর রহমান খোকন, স্টার জুট মিলের শ্রমিক নেতা মো. মোমিন প্রমুখ।

বক্তারা জানান, বর্তমানে চাল-ডাল-তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীন। অর্থের অভাবে শ্রমিকরা বয়স্ক মা-বাবার চিকিৎসা করাতে পারছেন না। সন্তানদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম।

তাঁরা আরও বলেন, একদিকে উন্নয়নের বুলি আওড়ানো হচ্ছে, অন্যদিকে দেশের শিল্পকারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে। দ্রব্যমূল্য হু-হু করে বৃদ্ধির ফলে শ্রমজীবীসহ সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। তাই ঈদুল আজহার আগে পাটকল অবিলম্বে চালু এবং সব পাওনা পরিশোধ করতে হবে, না হলে ঈদের পর রাজপথে আগুনঝরা আন্দোলন গড়ে তোলা হবে।

আরও পড়ুন

×