হত্যা মামলায় ২০ বছর পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মঙ্গলবার রাতে দিদারুলকে গ্রেপ্তার করে র্যাব
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৭ মে ২০২৩ | ১২:২৬ | আপডেট: ১৭ মে ২০২৩ | ১২:২৬
ডাকাতির সময় পথচারীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার গভীর রাতে নগরের ফিরিঙ্গিবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দিদারুল আলম (৪৫) হাটহাজারী থানার ফটিকালতি গ্রামের প্রয়াত সৈয়দ আহাম্মদের ছেলে। হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার হলেও কিছুদিন পর জামিনে ছাড়া পেয়ে তিনি প্রায় ২০ বছর আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, ২০০৩ সালের ২৫ নভেম্বর গভীর রাতে হাটহাজারী-মোহাম্মদপুর সড়কে পথচারীদের আটকে ডাকাতির সময় জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি ওই পথ দিয়ে যাচ্ছিলেন। সে সময় জাহাঙ্গীরকে আটকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তিনি ডাকাতদের চিনে ফেলেন। বিষয়টি বুঝতে পেরে জাহাঙ্গীরকে রাম দা দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে জাহাঙ্গীরসহ হাত-পা বাঁধা আরও সাত-আটজন পথচারীকে উদ্ধার করে। জাহাঙ্গীর পরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ঘটনার চারদিন পর ডাকাতির শিকার ফজল আহাম্মদ বাদী হয়ে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা করেন। ওইদিন রাতেই দিদারুল আলমকে গ্রেপ্তার করে হাটহাজারী থানার পুলিশ। কিছুদিন পর জামিনে বেরিয়ে পালিয়ে যান তিনি। এ মামলায় ২০২২ সালের ৩০ মে দিদারুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, হাটহাজারীতে ডাকাতির সময় জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি দিদারুল গত ২০ বছর ধরে পালিয়ে ছিলেন। গ্রেপ্তার এড়াতে দিদারুল চট্টগ্রাম নগরসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। তার বিরুদ্ধে হাটহাজারী থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতি এবং মাদক সংক্রান্ত আরও তিনটি মামলা রয়েছে।