ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

উপজেলা চেয়ারম্যানকে হত্যাচেষ্টার মামলা, ইউপি চেয়ারম্যানসহ ৪ জন কারাগারে

উপজেলা চেয়ারম্যানকে হত্যাচেষ্টার মামলা, ইউপি চেয়ারম্যানসহ ৪ জন কারাগারে

আদালতের আদেশের পর আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয় - সমকাল

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৩ | ১৩:০৯ | আপডেট: ১৭ মে ২০২৩ | ১৩:০৯

পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় স্থানীয় এমপি আ.স.ম ফিরোজের ভাতিজা এবং চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার দুপুরে ওই মামলার ১০ আসামি পটুয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক ছয়জনের জামিন দিয়ে চারজনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো চারজন হলেন- উপজেলার চন্দ্রদ্বীপ ইউপির চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লা (৫০), শফি হাওলাদার (৪৯), মোহন ভূঁইয়া (৪০) ও লিমন (৩৪)। এর আগে আসামিরা হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন। ওই সময়সীমা শেষে বুধবার আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত এই আদেশ দেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবুল কাসেম এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আলহাজ মো. বশিরুল আলম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আলহাজ মো. বশিরুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চলতি বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে স্থানীয় এমপি আ.স.ম ফিরোজ এবং উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষরা উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ ঘটনায় বগা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. দিদারুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলায় স্থানীয় এমপি ও সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজের ভাতিজা কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির হোসেন মোল্লা ও চন্দ্রদ্বীপ ইউপির চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লাসহ ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়। এদের মধ্যে দুই আসামি মো. জাফর (৩৭) ও মো. শামীমকে (৩২) পুলিশ গ্রেপ্তার করলেও পরে তারা আদালত থেকে জামিন পান।

আরও পড়ুন

×