ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নরুন্দি স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেললাইন অবরোধ

নরুন্দি স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেললাইন অবরোধ

রেললাইন অবরোধ করে মানববন্ধন । ছবি-সংগৃহীত

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৩ | ১৮:৪৭ | আপডেট: ১৭ মে ২০২৩ | ১৮:৪৭

ময়মনসিংহ-জামালপুর রুটের নরুন্দি রেলস্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেললাইন অবরোধ করে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার সকাল ১০টা থেকে নরুন্দি রেলস্টেশনে লাইনের ওপর ব্যারিকেড দিয়ে অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এ কারণে নরুন্দি স্টেশনে কমিউটার মেইল ট্রেনটি প্রায় ৫ ঘণ্টা, আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস পিয়ারপুর স্টেশনে ও ধলেশ্বরী মেইল ট্রেনটি বিদ্যাগঞ্জ স্টেশনে ৩ ঘণ্টা আটকা থাকে।

মানববন্ধনে বক্তব্য দেন নরুন্দি ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান, নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভুট্টু, বিএনপি নেতা কাজী মশিউর রহমান প্রমুখ।

চেয়ারম্যান লুৎফর রহমান জানান, নরুন্দি রেলস্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটির বিরতি দিতে হবে। এটা এলাকাবাসীর দাবি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

আওয়ামী লীগ নেতা নাজমুল হক বলেন, নরুন্দি রেলস্টেশন থেকে পাঁচটি ইউনিয়নের মানুষ রাজধানীসহ সারাদেশে যোগাযোগ করে থাকে। রেল প্রশাসন থেকে অনেকবার আশ্বাস দেওয়ার পরও তাঁদের দাবি বাস্তবায়ন করা হয়নি। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

দাবি পূরণের আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য মোজাফ্‌ফর হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। এ সময় দাবি আদায়ে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে বেলা আড়াইটার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

আরও পড়ুন

×