শাসকগোষ্ঠীর মদদে পাহাড়ে নানা সন্ত্রাসী গোষ্ঠীর উত্থান হচ্ছে: ঊষাতন তালুকদার

রাঙামাটি অফিস
প্রকাশ: ২০ মে ২০২৩ | ১৪:৩০ | আপডেট: ২০ মে ২০২৩ | ১৪:৩০
সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ও সাবেক এমপি ঊষাতন তালুকদার বলেছেন, পাহাড়ের জনগণ প্রতিনিয়ত জীবনের নিরাপত্তার ভয়ে ভীত হয়ে দিন পার করছে। তাঁর দাবি, পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলনকে দমনের জন্য শাসকগোষ্ঠীর প্রত্যক্ষ মদদে নানা সন্ত্রাসী গোষ্ঠীর উত্থান হচ্ছে। এ গোষ্ঠী যারা সৃষ্টি করছে, দিন শেষে তাদেরই ক্ষতি হচ্ছে।
শনিবার রাঙামাটিতে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৭তম কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে দ্রুত রোডম্যাপ ঘোষণা, আদিবাসীদের নিজ নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করাসহ চার দফা দাবি জানিয়েছেন নেতারা।
উষাতন তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা রাজনৈতিক ইস্যু। সরকারকে রাজনৈতিক উপায়ে এ সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসতে হবে। অন্য উপায়ে সমাধান করতে চাইলে তা বুমেরাং হতে পারে। পাহাড়ি জনগণ আত্মনিয়ন্ত্রাধিকারের লক্ষ্যে পুনরায় লড়াই সংগ্রামে বাধ্য হবে।
রাঙামাটি জিমনেশিয়াম মাঠে পিসিপির কেন্দ্রীয় সভাপতি সুমন মারমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি অতুলন দাশ আলো, হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ম্রানুচিং মারমা, পিসিপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি থোয়াইক্য জাই চাক প্রমুখ।
অনুষ্ঠানে রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার মানুষ অংশ নেয়। দু’দিনব্যাপী অনুষ্ঠানে আজ রোববার রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে কাউন্সিল অনুষ্ঠিত হবে।