চারদিন অনাহারে বঙ্গোপসাগরে ভাসছিলেন ১৪ জেলে

গভীর বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৩ | ১৩:০৯ | আপডেট: ২১ মে ২০২৩ | ১৩:০৯
গভীর বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১৪ জেলেকে উদ্ধার করেছে পাথরঘাটা কোস্টগার্ড। সাগরে চারদিন অনাহারে থাকায় তারা অসুস্থ হয়ে পড়েন। রোববার সকালে তাদের উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিকেলে পাথরঘাটা এসে পৌঁছান তারা।
পাথরঘাটা কোস্টগার্ডের কনটিনজেন কমান্ড মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা গ্রামের ছগির হোসেনের মালিকানাধীন এফবি মাহফুজা নামের ট্রলারটি ১৫ মে সাগরে মাছ ধরতে যায়। ১৮ মে ট্রলারটির ইঞ্জিন বিকল হলে চার দিন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তাঁরা ভাসতে থাকেন। এ সময় জেলেরা বাদাম দিয়ে (পাল তুলে) ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের মধ্যে এসে কোস্টগার্ডকে বিষয়টি জানান। পরে ট্রলার মালিক সমিতির সহযোগিতায় একটি ট্রলার নিয়ে সাগর থেকে বিকল ট্রলারসহ জেলেদের উদ্ধার করে কোস্টগার্ড।
চার দিনের অনাহারে জেলেরা অসুস্থ হয়ে পড়লে খাদ্যসামগ্রীসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জেলেরা হলেন- মাঝি ছগির হোসেন, মিজানুর রহমান, ইদ্রিস মিয়া, সিদ্দিকুর রহমান, সবুজ মিয়া, সেলিম মোল্লা, আনোয়ার হোসেন, ইয়াহিয়া, আকুল হাওলাদার, সোহাগ ময়া, কালু মিয়া, খলিলুর রহমান, দুলাল মিয়া ও মোকছেদুর। তাঁদের বাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সাগরে ৬৫ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার আগেই ট্রলারটি ঘাটে আসার কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ১৮ মে ইঞ্জিনে পানি ঢুকে ট্রলার বিকল হয়ে ভাসছিল।
- বিষয় :
- বঙ্গোপসাগর
- কোস্টগার্ড
- ট্রলার
- বরিশাল
- বরগুনা
- পাথরঘাটা