ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মাথায় পাইপ পড়ে সেনাসদস্যের মৃত্যু: ৭ জনের বিরুদ্ধে মামলা

মাথায় পাইপ পড়ে সেনাসদস্যের মৃত্যু: ৭ জনের বিরুদ্ধে মামলা

সিলেট সিটি করপোরেশনের নির্মাণাধীন ভবন - সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৪ জুন ২০২৩ | ১৪:২২ | আপডেট: ০৪ জুন ২০২৩ | ১৪:২২

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে সেনাসদস্য নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে এসএমপির কোতোয়ালি থানায় সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী, ঠিকাদারসহ পাঁচজনের নাম উল্লেখ করে সাতজনের বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলায় সিসিকের ভবন নির্মাণে সংশ্লিষ্টদের অবহেলার অভিযোগ আনা হয়েছে।

এদিকে, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান মামলার আসামি হওয়ায় তাঁকে তদন্ত কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বদরুল হক দায়িত্ব পালন করবেন। তদন্ত কমিটি ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে সিসিকের গণসংযোগ শাখা থেকে জানানো হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন– নির্বাহী প্রকৌশলী আলী আকবর, জামাল অ্যান্ড কোম্পানির সাইড ইঞ্জিনিয়ার আবদুর রাজ্জাক, ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল অ্যান্ড কোম্পানির মালিক মো. জামাল উদ্দিন ও ক্রেনচালক মো. সাদেককে। এ ছাড়া মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও ঠিকাদারকে আসামি করা হয়েছে।

শনিবার দুপুরে নির্মাণাধীণ নগর ভবনের ১২তলা থেকে একটি লোহার পাইপ ছিটকে পড়ে পাশের সিটি সুপারমার্কেটের ছাদে। সেখান থেকে নিচে গিয়ে পাইপটি পড়ে মার্কেটের ভেতর কেনাকাটায় আসা সেনাসদস্য দিলোয়ার হোসেইনের মাথায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দিলোয়ার ল্যান্স করপোরাল হিসেবে সিলেট ক্যান্টনমেন্টের ৫০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার জগিরগোফার রায়পুরে।

সেনাসদস্যের মৃত্যুর পর সিসিকের প্রধান প্রকৌশলীকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেন মেয়র আরিফুল হক চৌধুরী। মামলার আসামি হওয়ায় রোববার তদন্ত কমিটি থেকে প্রধান প্রকৌশলীকে বাদ দিয়ে কিছু পরিবর্তন আনা হয়।

তদন্ত কমিটিতে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ বদরুল হককে আহ্বায়ক করে সদস্য রাখা হয়েছে– সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, গণপূর্ত অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়, সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম ও নির্বাহী প্রকৌশলী (সিভিল) রাজি উদ্দিন খানকে।

আরও পড়ুন

×