ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

গাইবান্ধায় ১৬৩ জন হোম কোয়ারেন্টাইনে

গাইবান্ধায় ১৬৩ জন হোম কোয়ারেন্টাইনে

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০৬:০০

গাইবান্ধায় শনিবার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোন খবর পাওয়া যায়নি। এছাড়া গত ২৪ ঘন্টায় ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর ১০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে গাইবান্ধায় আমেরিকা প্রবাসী করোনা আক্রান্ত দুজনসহ তাদের সংস্পর্শে আসা আরও দুজনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। এদের মধ্যে ৩ জন গাইবান্ধা জেলা সদর হাসপাতালের আইসোলেসনে ও অপরজন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেসনে রয়েছেন।
গাইবান্ধার সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, শনিবার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিদেশফেরত ১৬৩ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ঢাকা থেকে রক্ত পরীক্ষার ফলাফল না জানা পর্যন্ত সন্দেহজনক রোগীদের হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।



আরও পড়ুন

×