ইউনিফর্ম নেই, পরীক্ষা দেওয়া হলো না শতাধিক শিক্ষার্থীর

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১২ জুন ২০২৩ | ০৬:৩৫
তবে কর্তৃপক্ষ বলছে, অনেক দিন ধরে তাদের ড্রেস কোড মেনে কলেজে আসার তাগিদ দেওয়া হলেও না মানায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার আইসিটি পরীক্ষা চলাকালে। একাদশ শ্রেণির এ পরীক্ষায় চার শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুসলিমা হাসান জানায়, দর্জির ব্যস্ততা ও কাপড় না পাওয়ায় অনেকেই সময়মতো পোশাক তৈরি করতে পারেনি। রোববার আইসিটি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত কক্ষে যায় তারা। পরে অধ্যক্ষ হলে গিয়ে যাদের ইউনিফর্ম নেই, তাদের বের করে দেন। বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি বলে জানান তিনি।
অভিভাবক আব্দুর রহমান জানান, তাঁর মেয়ে মোবাইল ফোনে তাঁকে জানায়, নির্ধারিত পোশাক না পরে আসায় তাকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সোবহান বলেন, দীর্ঘদিন ধরে বললেও কলেজ কোড মেনে ইউনিফর্ম পরছে না অনেক শিক্ষার্থী। নির্দেশনা না মানায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- বিষয় :
- ইউনিফর্ম
- শিক্ষার্থী
- পরীক্ষা