ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইভিএমে ভোটে ধীরগতি, হট্টগোলের কারণে আরও দেরি

ইভিএমে ভোটে ধীরগতি, হট্টগোলের কারণে আরও দেরি

কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন- সমকাল

রাজীব আহাম্মদ, বরিশাল থেকে

প্রকাশ: ১২ জুন ২০২৩ | ০৬:৫০ | আপডেট: ১২ জুন ২০২৩ | ১০:৩৫

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটের গতি কম বলে অভিযোগ করেছেন ভোটাররা। সোমবার সকাল ১১টার দিকে হেমায়েতউদ্দিন সড়কে ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দেখা যায় ভোটারের জটলা। কেন্দ্রটির আট নম্বর বুথে নারীদের দীর্ঘ সারি থাকলেও, ২৫৬ জন ভোটারের মাত্র ৪৮ জন ভোট দিয়েছেন তিন ঘণ্টায়।

ভোট গ্রহণ কর্মকর্তারা জানান, ইভিএমের কারণে ভোটের গতি কম। নারী ভোটাররা ইভিএমে ভোট দিতে বেগ পোহাচ্ছেন। হট্টগোলের কারণে গতি আরও কমেছে। অনেক ভোটার লাইন অপেক্ষা না করে বুথে ঢুকতে চাইছেন। আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা নিজস্ব ভোটারদের আগে ভোট দেওয়ানোর চেষ্টা করছেন। এতে গতি আরও কমেছে।

সুবানা বেগম নামের একজন ভোটার বলেন, সকাল ৯টায় কেন্দ্রে এসেছেন। দুই ঘণ্টা অপেক্ষার পর ভোট দিতে পেরেছেন। তিনি বলেন ‘গরমে জীবনডা শ্যাষ। মেশিনে ভোট দ্যাতে অনেক সমিস্যা।’

ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুরষ ভোটারদের ৩ নম্বর বুথে তিন ঘণ্টায় ৪৩ জন ভোট দেন। লাইনে অপেক্ষায় ভোটাররা দ্রত ভোট নিতে হট্টগোল করেন। এই বুথের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার সমকালকে বলেন, ‘ভোটাররা ইভিএমে অভ্যস্ত নন। তাই ভোট দিতে বেশি সময় লাগছে।’

তবে আরেক কেন্দ্র আছমত আলী খান ইনস্টিটিউটে ভোটারদের জটলা দেখা যায়নি। নারী ভোটারদের সাত নম্বর বুথে ভোটার সংখ্যা ২৮৬ জন। সকাল সোয়া ১১টা পর্যন্ত ভোট দিয়েছেন ১০২ জন। তবে পুরুষ বুথে ভোটের হার কম। ৫ নম্বর বুথে ২৩১ ভোটারের ৬৭ জন এবং ৬ নম্বর বুথে ২৪৪ ভোটারের ৫৮ জন ভোট দেন প্রথম সোয়া তিন ঘণ্টায়।

এদিকে কেন্দ্র দুটির বাইরে নৌকার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের জটলা দেখা গেছে। এদের মধ্যে নৌকার সমর্থকরা কেন্দ্রের ভেতরে ও বাইরে থাকলেও অন্য মেয়র প্রার্থীদের কর্মীদের দেখা যায়নি। তবে কেন্দ্রে ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের হাতপাখার, জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপসের লাঙলের এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রূপনের টেবিল ঘড়ি প্রতীকের এজেন্টদের দেখা গেছে।

আরও পড়ুন

×