ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ দম্পতির মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুন ২০২৩ | ২০:২৬ | আপডেট: ১৩ জুন ২০২৩ | ২০:২৬
নারায়ণগঞ্জের ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ আব্দুস সালাম মণ্ডল (৫৫) ও তাঁর স্ত্রী বুলবুলি বেগম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সন্ধ্যায় আব্দুস সালাম এবং মঙ্গলবার সকালে বুলবুলি বেগমের মৃত্যু হয়। দগ্ধ হওয়ার পর থেকে তাঁরা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আব্দুস সালামের শরীরের ৭০ শতাংশ এবং বুলবুলি বেগমের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও তিনজন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। তাঁদের মধ্যে আব্দুস সালামের মেয়ে সোনিয়ার (৩০) শরীর ৪২ শতাংশ, ছেলে টুটুলের (২৫) ৬০ শতাংশ ও নাতনি মেহজাবিনের (৭) ৩৫ শতাংশ পুড়ে গেছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।
গত শুক্রবার ভোরে ফতুল্লার কাশিপুর খিলমার্কেট এলাকায় সেলিনা বেগমের বাড়িতে চার্জার ফ্যান বিস্ফোরণের পর বাসায় আগুন ধরে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। এর পর তাঁদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
- বিষয় :
- আগুন
- দগ্ধ
- মৃত্যু
- নারায়ণগঞ্জ
- ফতুল্লা