শ্যালিকাকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার দুলাভাই

শাহীন মিয়া
রংপুর অফিস
প্রকাশ: ১৪ জুন ২০২৩ | ১২:৩১ | আপডেট: ১৪ জুন ২০২৩ | ১২:৩১
শাহীন গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর এলাকার ফজলুল হকের ছেলে এবং এক কন্যাসন্তানের জনক।
পুলিশ জানায়, দুই বছর আগে উপজেলার আলমবিদিত ইউনিয়নের পাইকান চওরাপাড়া এলাকার মিঠু মিয়ার বড় মেয়েকে বিয়ে করে শাহীন। তাদের এক কন্যাসন্তান রয়েছে। সম্প্রতি বিভিন্ন প্রলোভন দেখিয়ে শাহীন তার শ্যালিকাকে প্রেম প্রস্তাব দেয়। এতে সাড়া না পেয়ে গত ১০ জুন বিকেলে স্কুল থেকে ফেরার সময় শাহীন তার শ্যালিকাকে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় ওই মেয়ের বাবা বাদী হয়ে শাহীনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। এরপর মঙ্গলবার রাতে পুলিশ রংপুর মহানগর এলাকা থেকে শাহীনকে গ্রেপ্তারের পাশাপাশি তার নাবালিকা শ্যালিকাকে উদ্ধার করে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদ শেষে বুধবার শাহীন আদালতে সোপর্দ করা হয়েছে।