ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বসুরহাট পৌরসভার ৯৮ কোটি টাকার বাজেট ঘোষণা

বসুরহাট পৌরসভার ৯৮ কোটি টাকার বাজেট ঘোষণা

বৃহস্পতিবার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আবদুল কাদের মির্জা। ছবি: সমকাল

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৩ | ০৫:৫৫ | আপডেট: ১৫ জুন ২০২৩ | ০৫:৫৫

নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পৌরসভা কার্যালয়ে ৯৮ কোটি ৪৬ লাখ ৩১ হাজার ৪৮৩ টাকার বাজেট ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবদুল কাদের মির্জা। 

বাজেটে রাজস্ব আয় প্রস্তাব করা হয়েছে ৩১ কোটি ৯৯ লাখ টাকা, উন্নয়ন অনুদান ৫৮ কোটি ৫০ লাখ টাকা, মূলধন হিসাব ৬০ লাখ টাকা ও প্রারম্ভিক জের ধরা হয়েছে ৭ কোটি ৩৭ লাখ ৩১ হাজার ৪৮৩ টাকা। এছাড়াও ব্যয় খাতে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩১ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকা, উন্নয়ন ব্যয় ৫৮ কোটি ৫০ লাখ টাকা, মূলধন ব্যয় ৭০ লাখ টাকা ও সমাপনী জের ধরা হয়েছে ৭ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৪৮৩ টাকা।

মেয়র আবদুল কাদের মির্জা বাজেটকে জনকল্যাণমুখী আখ্যায়িত করে বলেন, এ বাজেট বাস্তবায়িত হলে বসুরহাট পৌরসভা একটি অত্যাধুনিক পৌরসভা হিসেবে উন্নীত হবে। এছাড়া মানসম্মত শিক্ষা এবং মাদক মুক্ত পৌরসভা গড়ার লক্ষে পৃথক কমিটি ঘোষণা করা হয়েছে। যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। 

বাজেট ঘোষণার সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

×