ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বরিশালে আকস্মিক ঝড়: গাছ পড়ে বৃদ্ধ নিহত, জেলে নিখোঁজ

বরিশালে আকস্মিক ঝড়: গাছ পড়ে বৃদ্ধ নিহত, জেলে নিখোঁজ

ঝড়ে গাছ পড়ে দুমড়ে-মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স - সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৫ জুন ২০২৩ | ১২:৪১ | আপডেট: ১৫ জুন ২০২৩ | ১২:৪১

বরিশালের ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে গাছ পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ছাড়া ঝড়ে নদীতে পড়ে এক কিশোর জেলে নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে বরিশালে দমকা বাতাসসহ বৃষ্টি হয়। এ সময় একটি যাত্রীবাহী লঞ্চ আংশিক ডুবে যায়। তবে লঞ্চডুবিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস জানান, সকাল ৬টা ৫৫ থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত দমকা বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি হয়। উত্তর-পশ্চিম দিক আসা ঝড়ো বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪৬ কিলোমিটার। বাতাস থেমে গেলেও সকাল সাড়ে ৮টা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকে। এ সময় ২৯ দশমিক ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

বৃদ্ধের মৃত্যু

আকস্মিক ঝড়ে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ীমহল গ্রামে গাছ উপড়ে রজিত বিহারী (৭৫) নামক এক বৃদ্ধ নিহত হয়েছেন।

চরবাড়িয়ার ইউপি চেয়ারম্যান মাহতব হোসেন সুরুজ জানান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রজিত বিহারী টিনের ঘরে স্ত্রী-সন্তানসহ ঘুমিয়ে ছিলেন। ঝড়ে ঘরের পাশে থাকা গাছ উপড়ে পড়লে তার মৃত্যু হয়। তবে তার স্ত্রী ও দুই সন্তান অক্ষত রয়েছে।

তলা ফেটে অর্ধনিমজ্জিত লঞ্চ

জেলে নিখোঁজ

হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে নৌকা ডুবে মাসুদ রাঢ়ী (১৮) নামক এক জেলে নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার চরকিল্লা গ্রামের কালাম রাঢ়ীর ছেলে।

হিজলা থানার ওসি মো. ইউনুস মিযা জানান, বাবা-ছেলে একই নৌকায় মাছ ধরছিল। আজ সকালে আকস্মিক ঝড়ে নৌকাটি ডুবে যায়। অন্য জেলেদের সহায়তায় কালামকে উদ্ধার করা সম্ভব হলেও মাসুদ রাঢ়ী নিখোঁজ হন। বিকেল ৫টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

অর্ধনিমজ্জিত লঞ্চ

ঝড়ের কারণে মেহেন্দিগঞ্জের কাজীরহাটে এমভি ইনজাম নামে একটি যাত্রীবাহী লঞ্চ আংশিক ডুবে যায়। তবে লঞ্চের সব যাত্রী আগেই নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনাকবলিত লঞ্চের কর্মচারী নিজাম জানান, ১৬ জন যাত্রী নিয়ে লঞ্চটি সকাল সাড়ে ৬টার দিকে হিজলা থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়। কাজীরহাটে লতা ঘাটে পৌঁছালে লঞ্চটি ঝড়ের কবলে পড়ে। এ সময় চালক দ্রুত লঞ্চটি চরে উঠিয়ে দেন। এতে লঞ্চের তলা ফেটে পানি উঠে আশিংক ডুবে যায়। তার আগেই যাত্রীরা লঞ্চ থেকে নেমে যান।

বরিশাল নৌ-বন্দরের কর্মকর্তারা জানান, লঞ্চটি উদ্ধারের কার্যক্রম চলছে।

এ ছাড়া ঝড়ে হিজলার বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। ডালপালা ভেঙে পড়ে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা একটি অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে যায়। এ ঝড়ে ২৫টি ঘর বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ হাসান।

আরও পড়ুন

×