পাবনায় ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার

প্রতীকী ছবি
পাবনা অফিস
প্রকাশ: ১৫ জুন ২০২৩ | ১২:৫৫ | আপডেট: ১৫ জুন ২০২৩ | ১৪:০২
পাবনা সদর উপজেলায় আম পাড়াকে কেন্দ্র করে তৈরি হওয়া দ্বন্দ্বে ভাতিজার ছুরিকাঘাতে আব্দুল আলিম (৪০) নামে এক চাচা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার মালঞ্চি ইউনিয়নের কামারগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তানজিল হোসেন নামে ওই ভাতিজাকে আটক করেছে পুলিশ।
নিহত আলিম ওই উপজেলার মালঞ্চি ইউনিয়নের কামারগ্রামের প্রয়াত জনাব আলীর ছেলে। তিনি একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতেন। আটক তানজিল নিহত আব্দুল আলিমের বড় ভাই আব্দুল হালিম মোল্লার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, একটি আম গাছকে কেন্দ্র করে করে দীর্ঘদিন ধরে দুই পরিবারে বিরোধ চলছিল। আজ সকালে চাচা আব্দুল আলিম আম পাড়তে যান। এসময় চাচাকে নিষেধ করলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাতিজা তানজিল চাচাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত আলিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুপা সিন্দু বালা বলেন, ছুরিকাঘাত করে চাচাকে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই ঘাতক ভাতিজাকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।