ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফরিদপুরে কুমার নদে পরিচ্ছন্নতা অভিযান

ফরিদপুরে কুমার নদে পরিচ্ছন্নতা অভিযান

ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৭ জুন ২০২৩ | ১৩:৩২ | আপডেট: ১৭ জুন ২০২৩ | ১৩:৩২

ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বুক চিরে বয়ে যাওয়া কুমার নদে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। 

নদের তিন কিলোমিটার অংশে দশ স্থানে পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শনিবার সকালে শহরের পৌর প্রতিমা বিসর্জন ঘাট এলাকায় জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার এ অভিযানের উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, পৌরমেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।

জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, ‘পরিচ্ছন্নতা অভিযানের পর কুমার নদে কেউ ময়লা আবর্জনা ফেললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া নদীর দুইপাড়ে অবৈধ দখলে থাকা স্থাপনাও ভেঙে ফেলা হবে।’

শহরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে কুমার নদের নাব্যতা ফিরিয়ে আনা ও নদের পানি ব্যবহারযোগ্য করে তুলতে জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করছে। এ কার্যক্রমে জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা সহযোগিতা করছে।

কুমার নদকে পরিচ্ছনকাজে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা করবো জয়’ এর সাধারণ সম্পাদক শরীফ খান বলেন, কুমার নদ এই শহরের প্রাণ। আমরাই একে প্রতিনিয়ত হত্যা করছি। এখন থেকেই প্রত্যেকের সিদ্ধান্ত নিতে হবে, আর নয় পরিবেশ নষ্ট। এটা না হলে এ সমাজে মানুষকে কড়া মূল্য দিতে হবে। তিনি প্রশাসনের কাছে দাবি তুলে বলেন, সে যেই হোক নদে পানি প্রবাহে যারা বাধা সৃষ্টি করতে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন

×