খুলনায় বজ্রপাতে প্রাণ গেল ২ জনের

প্রতীকী ছবি
দাকোপ (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২৩ | ০৯:৩৪ | আপডেট: ১৮ জুন ২০২৩ | ০৯:৩৪
খুলনার দাকোপ উপজেলার পৃথক দুটি স্থানে রোববার সকালে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সকাল ৯টার দিকে কাঁকড়াবুনিয়া গ্রামের দিনমজুর আজিজুল শেখ ঘেরের বাঁধ নির্মাণ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান গাজী জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া কালাবগি গ্রামের জেলে সুজিত রায় রোববার সকাল সোয়া ৯টার দিকে নদীতে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। সুতারখালি ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির সুজিতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
- বিষয় :
- বজ্রপাত
- বজ্রপাতে মৃত্যু
- খুলনা
- দাকোপ