ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সিলেট সিটি নির্বাচন

শুধু রাস্তা-ড্রেন নয় টেকসই উন্নয়ন করতে চান বাবুল

শুধু রাস্তা-ড্রেন নয় টেকসই উন্নয়ন করতে চান বাবুল

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৮ জুন ২০২৩ | ১৪:১৬ | আপডেট: ১৮ জুন ২০২৩ | ১৪:১৬

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রোববার বিকেলে নগরীর কুমারপাড়ায় প্রধান নির্বাচনী কার্যালয়ে ইশতেহার ঘোষণায় তিনি আধুনিক নগর গড়ার অঙ্গীকার করেন। বাবুল জানান, একটি পরিকল্পিত নগর গড়তে অনেক কিছু মাথায় রাখতে হয়। শুধু রাস্তাঘাট আর ড্রেন করলেই পরিকল্পিত নগরী হয়ে ওঠে না। কেউ উড়ে এসে জুড়ে বসে সমস্যার সমাধান করতে পারবে না। তাঁকে মেয়র নির্বাচিত করা হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা মাথায় নিয়ে নগরীতে টেকসই উন্নয়ন করা হবে। 

ইশতেহারে বাবুল একটি নাগরিক, শিল্প ও পরিবেশবান্ধব এবং যানজট ও জলাবদ্ধতামুক্ত, সুপরিকল্পিত আবাসনের নগর হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরেন। 

৪২টি ওয়ার্ডের নানা সমস্যার কথা উল্লেখ করে বাবুল তাঁর ইশতেহারে উল্লেখ করেন, নগরীর একটি বড় সমস্যা পানীয় জলের। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব রয়েছে। এলাকাভিত্তিক কিশোর গ্যাং রয়েছে। নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এসব সমস্যার সমাধান ও উদ্যোগ নেবেন। এলাকাভিত্তিক সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করবেন। নগরের সেবামূলক খাতগুলোকে শক্তিশালী করার কথা জানিয়ে বাবুল বলেন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এ খাতকে এগিয়ে নেওয়া হবে। ১০০ বছরের পরিকল্পনা মাথায় নিয়ে টেকসই উন্নয়ন করা হবে। 

ইশতেহারে তিনি আধুনিক পাঠাগার, কর্মজীবী নারীদের সন্তানদের জন্য ডে কেয়ার চালু, সাংস্কৃতিক কমপ্লেক্স, খেলার মাঠ রক্ষা, জাদুঘর স্থাপন, সবুজায়নসহ নানা উদ্যোগের কথা তুলে ধরেন। এর আগে শনিবার আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী স্মার্ট নগরী গড়তে ২১ দফা ইশতেহার ঘোষণা করেন। 

লাঙ্গলের ইশতিহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ, মহানগরের সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির প্রমুখ।

আরও পড়ুন

×