বাগেরহাটে আ'লীগ নেতা হত্যা
১৩ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ২

আনারুল শেখ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২৩ | ০৫:৪০ | আপডেট: ১৯ জুন ২০২৩ | ০৫:৪৩
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা আনারুল শেখ হত্যার ঘটনায় পৌর যুবলীগের সদস্য সোহেল হাওলাদার ওরফে কালা সোহেলকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়েছে। নিহত আনারুলের স্ত্রী মাফুজা বেগম বাদী হয়ে রোববার রাতে বাগেরহাট মডেল থানায় মামলাটি করেন। মামলায় আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলা হওয়ার পর রোববার রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামি কালাম বয়াতি ও আবু বক্কর সিদ্দিক ওরফে নিবাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রোববার সন্ধ্যায় নিহত আনারুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। রাতে তার দাফন সম্পন্ন হয়।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতা আনারুল হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার মেরিন ইনস্টিটিউটের সামনে নাগের বাজার এলাকায় বাগেরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আনারুল শেখের ওপর হামলা হয়। দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ও কুপিয়ে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।
/এসআর/
- বিষয় :
- আওয়ামী লীগ নেতা হত্যা
- আনারুল শেখ
- হত্যা