ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গভীর রাতে অটোরিকশা নিয়ে পদ্মা সেতুতে যুবক

গভীর রাতে অটোরিকশা নিয়ে পদ্মা সেতুতে যুবক

রিকশা রেখে নদীতে ঝাঁপ দেন ওই চালক - সংগৃহীত ছবি

লৌহজং (মুন্সীগঞ্জ) ও শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৩ | ১৫:১৫ | আপডেট: ১৯ জুন ২০২৩ | ১৫:২০

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের এক্সিট লেন। রোববার রাত প্রায় পৌনে ৩টার দিকে হঠাৎ অটোরিকশা নিয়ে এক যুবক উল্টো সাইড দিয়ে সেতুতে উঠে পড়েন। বিষয়টি সেতুর নিরাপত্তা কর্মীদের নজরে এলে অটোরিকশাটির দিকে এগিয়ে যান তারা। নিরাপত্তা কর্মীদের দেখে চালক দ্রুত রিকশা চালাতে শুরু করেন।

একপর্যায়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকে অটোরিকশাটি ধাক্কা লাগলে চালক পড়ে যান। এ সময় তাকে ধরতে নিরাপত্তা কর্মীরা আরও কাছাকাছি এলে এক পর্যায়ে সেই যুবক সেতুর ২১ নম্বর পিলার বরাবর নদীতে ঝাঁপ দেন। এরপর থেকে রোববার রাত ৮টা পর্যন্ত অজ্ঞাতপরিচয় ওই যুবক নিখোঁজ রয়েছেন।

তাকে উদ্ধারে পদ্মা সেতু দক্ষিণ থানা, উত্তর থানা, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও ডুবুরি দল যৌথভাবে নদীতে অভিযান চালাচ্ছে। এ ছাড়া ঢাকা থেকে সকালে ৬ সদস্যের ডুবুরি দলও ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করে। তবে নদীতে তীব্র স্রোতের কারণে দুপুরে উদ্ধার অভিযান বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি এমারত হোসেন জানান, রাতে মো. সোহেল নামে পদ্মা সেতুর এক নিরাপত্তাকর্মী আমাদের ফোন করে তথ্য দেন। পরে আমরা ঘটনাস্থলে যাই। সকালে ঢাকা থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে।

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবদুল মতি জানান, ঢাকা থেকে ৬ সদস্যের ডুবুরি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে। নৌপুলিশ আমাদের সহযোগিতা করছে। পদ্মায় তীব্র স্রোতের কারণে ডুবুরিদের উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে।

আরও পড়ুন

×