ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গাজীপুরে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

গাজীপুরে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৩ | ১৬:০৪ | আপডেট: ২০ জুন ২০২৩ | ১৬:০৪

গাজীপুরের শ্রীপুরে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এক নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ করেছে বখাটেরা। সোমবার রাতে উপজেলার তেলিহাটী ইউনিয়নের আবদার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী ভালুকার হবিরবাড়ি এলাকায় জুতার কারখানায় চাকরি করেন। কারখানা ছুটির পর সুমন নামে এক সহকর্মীর সঙ্গে হেঁটে শ্রীপুরের কাওরাইদ এলাকায় গ্রামের বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

ওই নারী জানান, রাত ৯টার দিকে আবদার এলাকায় তাঁর গতিরোধ করে স্থানীয় বখাটে দেলোয়ার হোসেন, ইমন হাসান ও উজ্জল। তারা নারীর সঙ্গে থাকা সুমনকে মারধর করে তাড়িয়ে দেয়। এরপর তাঁকে টেনেহিঁচড়ে পাশের বাগানে নিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। ওদিকে ওই নারীর স্বজনদের কাছে সুমন বিষয়টি জানান। স্বজনরা তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ওই নারীকে উদ্ধারের পর রাতেই ধর্ষক দেলোয়ার ও ইমনকে আটক করে।

শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম জানান, মঙ্গলবার ভুক্তভোগী নারী মামলা করেছেন। মামলায় তিন যুবককে আসামি করা হয়েছে। দেলোয়ার ও ইমনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×