ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কমিটিতে সভাপতির পরিবারেরই ছয়জন

কমিটিতে সভাপতির পরিবারেরই ছয়জন

ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর

প্রকাশ: ২০ জুন ২০২৩ | ১৮:০০

সম্মেলনের সাত মাস পর পিরোজপুর জেলা আওয়ামী লীগের ৭৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। দলের কেন্দ্রীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত সোমবার এর অনুমোদন দেন। এতে সভাপতি এ কে এম এ আউয়ালসহ তাঁর পরিবারের ছয়জন পদ পেয়েছেন। এ নিয়ে দলে আলোচনা-সমালোচনার পাশাপাশি দেখা দিয়েছে অসন্তোষ।

জানা গেছে, কানাই লাল বিশ্বাস এ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। এতে ১১ জন সহসভাপতি, দু’জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং তিনজনকে সাংগঠনিক সম্পাদক করে ৩৮ জনকে বিভিন্ন সম্পাদক পদে রাখা হয়েছে। পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমকে এক নম্বরে রেখে ১৬ জনকে করা হয়েছে সদস্য।

কমিটিতে ১৩ জন উপদেষ্টা পরিষদের সদস্য ও একজন জাতীয় পরিষদের সদস্য হয়েছেন। পিরোজপুরের সাবেক মহিলা এমপি প্রয়াত শেখ এ্যানী রহমানের ছেলে শেখ খালিদ অরিন্দমকে কোষাধ্যক্ষ করা হয়েছে। পিরোজপুর-২ আসনের সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলমকে করা হয়েছে দুই নম্বর সদস্য ও জাতীয় পরিষদের সদস্য।

জেলা আওয়ামী লীগের নতুন পূর্ণাঙ্গ কমিটি নিয়ে নেতাকর্মীসহ দলের বাইরে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতাকর্মী বলছেন, ঘোষিত কমিটি এককেন্দ্রিক হয়েছে। বেশিরভাগই সভাপতি এ কে এম এ আউয়ালের অনুসারী। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন রয়েছেন।

দলীয় সূত্র জানায়, নতুন কমিটিতে সভাপতি আউয়ালসহ তাঁর পরিবারের ছয় সদস্য রয়েছেন। তাঁর মেজ ভাই এক নম্বর সহসভাপতি মো. হাবিবুর রহমান মালেক। আগের কমিটিতেও একই পদে ছিলেন। সেজ ভাই এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান খালেক আগের কমিটিতে ছিলেন একই পদে দুই নম্বরে। ছোট ভাই মো. মশিউর রহমান মহারাজ আগের কমিটিতে কোনও পদে না থাকলেও  হয়েছেন সাংগঠনিক সম্পাদক।

সভাপতি আউয়ালের স্ত্রী লায়লা পারভীন আগের কমিটির মতোই সদস্য পদে আছেন। নতুন কমিটির পাঁচ নম্বর সহসভাপতি পদ পেয়েছেন আউয়ালের সেজ ভাই মজিবুরের বেয়াই খান মো. আলাউদ্দিন। আগে তিনি আইনবিষয়ক সম্পাদক পদে ছিলেন। সদস্য হওয়া ভাগনে মো. তোফাজ্জেল হোসেন মল্লিক আগেও সদস্য পদে ছিলেন। তবে সেজ ভাইয়ের স্ত্রী সালমা রহমান হ্যাপী সদস্য পদ পেলেও আগে কোনো পদে ছিলেন না।

জেলা আওয়ামী লীগের আগের কমিটির অর্থ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান চান মিয়া মাঝি বলেন, ‘সভাপতি নতুন কমিটি তাঁর ইচ্ছামতো লোকজন নিয়ে করেছেন। আমি দীর্ঘদিন আওয়ামী লীগ করি। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের সঙ্গে আছি। কিন্তু নতুন কমিটিতে আমাকে রাখা হয়নি।’

এ বিষয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি এ কে এম এ আউয়াল বলেন, ‘আমার ভাই বা পরিবারের সদস্যরা আওয়ামী লীগ করেন। তাঁরা দায়িত্বের সঙ্গেই দল করেন। দুঃসময়ে দলের জন্য কাজ করেছেন। বাইরে থেকে এনে তো কাউকে পদ-পদবি দেওয়া হয়নি।’

জানা গেছে, সাত বছর পর গত বছরের ২৭ নভেম্বর পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি ছিলেন।

সে সময়এ কে এম এ আউয়ালকে সভাপতি এবং হাকিম হাওলাদারকে সাধারণ সম্পাদক ঘোষণা দিয়ে যান আমির হোসেন আমু। হাকিম হাওলাদার ২০২২ সালের ১৭ ডিসেম্বর মারা যান।

এরপর  কানাই লালকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়। তিনি আগে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

আরও পড়ুন

×