বগুড়ায় বহিষ্কৃত বিএনপি নেতা পৌর মেয়র নির্বাচিত

খন্দকার আব্দুল জলিল। ফাইল ছবি
বগুড়া ব্যুরো ও আদমীঘি প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২৩ | ০৪:২৪ | আপডেট: ২২ জুন ২০২৩ | ০৪:২৮
বগুড়ার তালোড়া পৌরসভা নির্বাচনে বহিষ্কৃত বিএনপি নেতা খন্দকার আব্দুল জলিল মেয়র নির্বাচিত হয়েছেন। ৬ হাজার ৯২৭ ভোট পেয়ে তিনি পৌর মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম বকুল পেয়েছেন ২ হাজার ৯২৪ ভোট।
তালোড়া পৌরসভায় বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট হয়। দুপুরে বৃষ্টির কারণে ভোটগ্রহণ কিছুটা বিঘ্নিত হয়। বৃষ্টি উপেক্ষা করে ১৬ হাজার ৭৬ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২ হাজার ২২৮ জন।
নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থীর মধ্যে বিএনপির আরেক বহিষ্কৃত নেতা আবু হোসেন ওরফে আবুল (নারিকেল গাছ) পেয়েছেন এক হাজার ৫৬৩ ভোট, জাতীয় পার্টির এস এম সাহিদ (লাঙ্গল) ৪৯২ ভোট, স্বতন্ত্র প্রার্থী আউলিয়া খন্দকার (ইস্ত্রি) ১৮৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন থেকে সরে দাঁড়ায়। তবুও দলটির প্রার্থী মাওলানা কামরুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ১৩৯ ভোট।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মাহামুদ হাসান নির্বাচনের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন।
প্রসঙ্গত, নবনির্বাচিত মেয়র খন্দকার আব্দুল জলিল তালোড়া পৌর বিএনপির সাবেক সভাপতি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে ১০ জুন বহিষ্কার করা হয়।