ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন সিসিকের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন সিসিকের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান

সিলেট জেলা পরিষদের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয় - সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ২২ জুন ২০২৩ | ১৪:৫৬ | আপডেট: ২২ জুন ২০২৩ | ১৪:৫৬

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী নেতাকর্মীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা পরিষদের সামনে স্থাপিত প্রতিকৃতিতে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, দলের সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, দায়িত্বগ্রহণের পর সবাইকে নিয়ে তিনি নগরীর উন্নয়নে কাজ করবেন। তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। প্রত্যেক নাগরিক আমার কাছে সমান। নগর ভবন সবার জন্য সমান সুবিধা দেবে। এদিন সকালে সিটি করপোরেশনের কর্মকর্তা কর্মচারীরা নতুন মেয়রকে তার বাসায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আরও পড়ুন

×