ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পূর্বশত্রুতার জেরে কবজি কেটে নিল প্রতিপক্ষ

পূর্বশত্রুতার জেরে কবজি কেটে নিল প্রতিপক্ষ

প্রতীকী ছবি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২২ জুন ২০২৩ | ১৫:৪৭ | আপডেট: ২২ জুন ২০২৩ | ১৫:৫৪

রাজশাহী মহানগরীতে পূর্বশত্রুতার জেরে আলতাফ শেখ নামে এক নৈশপ্রহরীর হাতের কবজি কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন।

বৃহস্পতিবার নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের খুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আলতাফকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে তাঁকে। এ ঘটনায় মনা, সজল ও মুকুল নামে আরও তিনজন আহত হয়েছেন।

আলতাফ শেখের ছেলে সাকিব শেখের দেওয়া তথ্যমতে, প্রতিপক্ষের হামলায় আহত ভাতিজা মুকুলকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য বের হলে আলতাফ শেখের ওপর হামলা চালায় স্থানীয় রবিন নামে এক ব্যক্তি ও তার লোকজন। এ সময় তারা আলতাফের ডান হাতের কবজি কেটে নিয়ে পাশের একটি বাগানে ফেলে দেয়।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

থানার পরিদর্শক আমিরুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×