ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সমকাল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৩ | ১৫:১৪ | আপডেট: ২৩ জুন ২০২৩ | ১৫:১৪

ময়মনসিংহের ভালুকায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মেদুয়ারী বাকসাকতা বাজার এলাকায় ভরাডোবা-ঘাটাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গাজীপুর সদরের খাইরুল ইসলাম (২৮) ও তার ছেলে মোহাম্মদ বিন খায়ের (৮)। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভরাডোবা-ঘাটাইল সড়কে মেদুয়ারী গ্রামের বাকসাতরা মোড়ে একটি  ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাবা-ছেলে প্রাণ হারায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

ভালুকা মডেল থানার এস আই নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাবা-ছেলে মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। 

আরও পড়ুন

×