ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাজশাহীতে চালু হচ্ছে ‘বাতিঘর’

রাজশাহীতে চালু হচ্ছে ‘বাতিঘর’

সংবাদ সম্মেলনে বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ। ছবি-সমকাল

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৩ জুন ২০২৩ | ১৬:১৬ | আপডেট: ২৩ জুন ২০২৩ | ১৬:১৬

শিক্ষানগরী রাজশাহীতে আউটলেট চালু হচ্ছে বই বিক্রেতা ও প্রকাশনা প্রতিষ্ঠান বাতিঘরের। শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। নগরীর বোয়ালিয়া থানার পেছনে এর আউটলেট করা হয়েছে।

বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ বলেন, এখানে পাঠকরা বই দেখে, পড়ে কিনতে পারবেন। এখানে পাঠকদের পড়ার জায়গা থাকবে। যে কেউ এখানে এসে বই পড়ে পছন্দ করে নিতে পারবেন। দেশ-বিদেশের যেকোনো বই, এমনকি দুর্লভ বই যদি কেউ নিতে চান, আমাদের কাছে না থাকলেও অর্ডার করলে আমরা এনে দেব।

তিনি জানান, রাজশাহী অঞ্চলের বিভিন্ন ঐতিহ্যকে তুলে ধরে রাজশাহী শাখার দোকানটি সাজিয়েছেন। এখানে পাঠকদের জন্য চা-কফি কর্নারও থাকছে। 

তিনি বলেন, হাজার হাজার বই দিয়ে রাজশাহীর শাখাটি সাজানো হয়েছে। এর নকশা করেছেন শিল্পী শাহীনুর রহমান। ১৮ শতকে শেরপুরে পাওয়া ও মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষণ করা একটি প্রত্নতোরণের আদলে রাজশাহী বাতিঘরের প্রবেশদ্বার তৈরি করা হয়েছে। বরেন্দ্র গবেষণা জাদুঘরের অনুপ্রেরণায় এর জানালাগুলোও করা হয়েছে জাদুঘরের জানালার মতো। 

এ সময় অন্যদের মধ্যে বাতিঘরের সিইও এবং প্রধান সম্পাদক জাফর আহমদ রাশেদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×