যুবককে হত্যার পর পুঁতে রাখে তিন প্রতিবেশী

বগুড়ার কাহালুর বিধান চন্দ্র সরকার হত্যায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার তিনজন- সমকাল
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৩ জুন ২০২৩ | ১৮:০০
বগুড়ার কাহালু উপজেলায় বিধান চন্দ্র সরকার (২০) নামে এক যুবককে হত্যায় জড়িত তাঁর তিন প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় আড়াই মাস পর গত বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে শুক্রবার উপজেলার শিবাকলমা গ্রামে আবাদি জমিতে পুঁতে রাখা বিধানের লাশ উদ্ধার করে পুলিশ।
বিধান ওই গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে। গ্রেপ্তার তিনজন হলো– একই গ্রামের বিধু চন্দ্রের ছেলে বিপুল চন্দ্র প্রাং, জিতেন চন্দ্রের ছেলে দীনেশ চন্দ্র এবং যুক্তবাবু চন্দ্রের ছেলে উৎপল চন্দ্র। জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে ১১ এপ্রিল বিধানকে শিবাকলমা গ্রামের ভাদাখালতে নিয়ে যায় বিপুল, দীনেশ ও উৎপল। এরপর সেখানে মদ্যপান করে তিনজন। অজ্ঞান করার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে বিধানের মাথায় আঘাত করে দীনেশ। রক্তক্ষরণ শুরু হলে তারা হাতুড়ি দিয়ে তাঁর মাথায় উপুর্যপরি আঘাত করে হত্যা করে। পরে সেখানেই বিধানের মরদেহ মাটিচাপা দেয়। পাঁচ দিন পর মরদেহ তুলে পাশের আবাদি জমিতে নিয়ে ভালোভাবে মাটিচাপা দেয় তারা।
এদিকে বিধানকে খুঁজে না পেয়ে ১২ এপ্রিল কাহালু থানায় জিডি করেন তাঁর বাবা অনিল সরকার। ঘটনার প্রায় দুই মাস পরও কেউ কিছু বুঝতে না পারায় বিধানের বাবার মোবাইল ফোনে কল করে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে হত্যাকারীরা। অনিল সরকার বিষয়টি পুলিশকে অবগত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, শনিবার (আজ) তাদের আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় কাহালু থানায় মামলা প্রক্রিয়াধীন।
- বিষয় :
- যুবককে হত্যা
- লাশ উদ্ধার
- বগুড়া