ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

বৃদ্ধের ভাতার ১২ হাজার টাকা ব্যবসায়ীর পেটে

বৃদ্ধের ভাতার  ১২ হাজার টাকা ব্যবসায়ীর পেটে

প্রতীকী ছবি

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা

প্রকাশ: ২৩ জুন ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৪ জুন ২০২৩ | ০৯:৪৯

ঝালকাঠির নলছিটি উপজেলায় এক বৃদ্ধের ফোন নম্বর পাল্টে বয়স্কভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে সম্প্রতি এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগী আবদুর রব তালুকদার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।

অভিযোগ থেকে জানা গেছে, আবদুর রব দু্‌ই বছর ভাতার টাকা পান না। এ ঘটনায় স্থানীয় কয়েকজন গণ্যমান্য ও সাবেক ইউপি সদস্যকে নিয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ে যান তিনি। সেখানে জানতে পারেন, তাঁর ফোন নম্বর পরিবর্তন করে সরই গ্রামের হানিফ ফকিরের ফোন নম্বর দেওয়া রয়েছে। হানিফ ফকির তাঁর ৮ কিস্তির মোট ১২ হাজার টাকা নিয়ে গেছেন।

হানিফ ফকির দাবি করেন, গাছের ব্যবসা করেন তিনি। অনেক মানুষ তার ‘বিকাশ’ নম্বরে টাকা পাঠান। আবদুল রব তালুকদারের ভাতার টাকা তাঁর ফোনে এলে তা ফেরত দিয়ে দেবেন তিনি।

আবদুল রব তালুকদার বলেন, তাঁর স্ত্রী-সন্তান নেই। কামাই করার মতো শারীরিক সক্ষমতা নেই। প্রতিবেশীদের সহায়তায় খেয়ে না খেয়ে চলেন তিনি। প্রতারণা করে তাঁর টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ইউপি সদস্য মো. বেল্লাল হোসেন বলেন, দু’একদিনের মধ্যে আবদুর রব তালুকদারকে ভাতার টাকা ফেরত দেওয়ায় ব্যবস্থা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা নাহিদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছেন তিনি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×