ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সিএমপির তথ্য

পশুবাহী ট্রাক কোনো হাটে নিতে বাধ্য করা বন্ধ হয়েছে

পশুবাহী ট্রাক কোনো হাটে নিতে বাধ্য করা বন্ধ হয়েছে

চট্টগ্রামে কোরবানির পশু হাট (ফাইল ফটো)

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৪ জুন ২০২৩ | ১২:৪৯ | আপডেট: ২৪ জুন ২০২৩ | ১২:৪৯

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জানিয়েছে, পশুবাহী ট্রাক জোরপূর্বক যেন কোনো হাটে কেউ নিতে বাধ্য করতে না পারে তা বন্ধ করা হয়েছে। অনুমোদিত হাট ছাড়া অন্য কোনো স্থানে যাতে কেউ কোরবানির গরু, ছাগল ও মহিষ বেচাকেনা করতে না পারে তা ঠেকানো হচ্ছে। এছাড়া কোথাও যেন কেউ অবৈধ খুঁটির ব্যবসা না করতে পারে ও পশুবাহী খালি ট্রাক ফেরত যাওয়ার সময় যাত্রী পরিবহন না করে তা-ও নিশ্চিত করা হচ্ছে। সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক শনিবার এ তথ্য জানিয়েছেন। 

চট্টগ্রামে কোরবানির পশু কিনতে হাটে হাটে দৌড়ঝাঁপ শুরু করেছেন ক্রেতারা। এবার নগরে ৯টি হাটে গরু, ছাগল ও মহিষ বিক্রি শুরু হয়েছে। তিনি জানান, এসব বাজার ঘিরে অপরাধ ঠেকাতে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সিএমপি।

স্পিনা রানী প্রামাণিক বলেন, পবিত্র ঈদুল আজহা উদযান নির্বিঘ্ন করার লক্ষ্যে নগরবাসীর নিরাপত্তায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। পশুর হাট, ঈদগাহ ও উৎসবের আগে-পরে এবং ছুটিতে বিশেষ নজরদারি করা হচ্ছে। এ ছাড়া কোরবানির পশুর চামড়া নিয়ে চাঁদাবাজি ও জোর জবরদস্তি যেন না হয় সেজন্য পুলিশ কঠোর অবস্থানে থাকবে।

সিএমপি জানায়, ঈদকেন্দ্রিক মৌসুমী অপরাধীদের ঠেকাতে নজরদারি বাড়ানোসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। কোরবানি পশুর হাটের নিয়মিত নিরাপত্তায় থানা পুলিশের পাশাপাশি মোবাইল টিম, অস্থায়ী পুলিশ ক্যাম্প, অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম, জাল নোট সনাক্তকরণ বুথ, সাদা পোশাকে পুলিশি ব্যবস্থা, ওয়াচ টাওয়ার, মেডিকেল ক্যাম্প, মানি এস্কর্ট ও নিজস্ব স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করা হয়েছে। 

ঈদের ছুটিতে আবাসিক এলাকাগুলোর নিরাপত্তায় বাড়তি সতর্কতামুলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবহনে কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখছে পুলিশ।


আরও পড়ুন

×