ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঘাট দেখতে গিয়ে নিখোঁজ

ঘাট দেখতে গিয়ে নিখোঁজ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৩ | ১৮:০০

দেওয়ানগঞ্জে ঈদের ছুটিতে বাড়ি এসে যমুনা নদীর বাহাদুরাবাদ ঘাট দেখতে গিয়ে নদীতে নিখোঁজ হয়েছে তাওহীদ আদনান আপন নামে এক কিশোর। শনিবার ফুটানীবাজার বাহাদুরাবাদ ঘাট এলাকায় ঘটে এ ঘটনা।

নিখোঁজ আপন উপজেলা চিকাজানী এলাকার মহিউদ্দিন হিরুর ছেলে। তার বাবা জানান, ছেলে আপন, চিকাজানী এলাকার মেজবাহ-উল-হক বাবুর ছেলে মো. আলিফ ও শেরপুরের জাহাঙ্গীর আলমের ছেলে শুভ্র একত্রে বাহাদুরাবাদ ঘাট দেখতে যায়। সেখানে গিয়ে ঘাটে নোঙর করা যাত্রীবাহী লঞ্চে ওঠে তারা। তিনজন সারিবদ্ধ হয়ে লঞ্চের কিনারায় একজন আরেকজনের হাত ধরে পানিতে পা দোলাতে থাকে। সে সময় তাওহীদ আদনান আপন হাত ফসকে নদীতে পড়ে যায়।

ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। গতকাল এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিশোরটির খোঁজ পাওয়া যায়নি।

আরও পড়ুন

×