ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

১৭ হাজার পিস ইয়াবাসহ আটক দম্পতি

১৭ হাজার পিস ইয়াবাসহ আটক দম্পতি

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৩ | ০৬:১৯ | আপডেট: ২৫ জুন ২০২৩ | ০৬:১৯

ফরিদপুরের ভাঙ্গায় ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার ভোরে উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এক অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।

আটক দম্পতি হলেন, উপজেলার সোনাখোলা গ্রামের মৃত আছমত মাতুব্বরের ছেলে আব্দুল মাতুব্বর (৫২) ও তার স্ত্রী হেনা বেগম(৪১)।

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে এই অভিযান শুরু করা হয়। এসময় আব্দুল মাতুব্বরের বসতঘর তল্লাশি করে তিন তাক বিশিষ্ট স্টিলের ওয়ারড্রবের উপরের ড্রয়ারের মধ্যে একটি সিনথেটিকের শপিং ব্যাগের ভিতর থেকে ১৭ হাজার তিনশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় এই মাদক সিন্ডিকেটের অন্যতম সদস্য ওই দম্পতির ছেলে সজীব মাতুব্বর (২৭) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দম্পতি স্বীকার করেন তাদের ছেলে সজীব মাতুব্বর কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে। এরপর সেই মাদক নিজ বাড়িতে রেখে বাবা-মার সহযোগিতায় দীর্ঘদিন ব্যবসা করছিলো। রোববার সকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিদের ফরিদপুর বিজ্ঞ আদালতে হাজির করা হবে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের একজন কর্মকর্তা তদন্ত করবেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামিম হোসেন সমকালকে জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার লক্ষ্যে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সবসময় তৎপর রয়েছ। ভবিষ্যতে অভিযানের এ ধারা আরও জোরদার করা হবে।

আরও পড়ুন

×