ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে ৬০ কেজি ইলিশ জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৬০ কেজি ইলিশ জব্দ

শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯ | ০০:৩০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। সোমবার সকালে এসব মাছ জব্দ করা হয় । জব্দকৃত মাছগুলো উপজেলার তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডল জানান , প্রজনন মৌসুমে ইলিশ শিকার, বিতরণ ও  বিক্রি করা নিষিদ্ধ থাকলেও এক শ্রেণীর অসাধু জেলে পদ্মায় ইলিশ শিকারে নেমেছে এরকম সংবাদের ভিত্তিতে মৎস্য অফিসের একটি দল শিবগঞ্জের পদ্মা নদীর বিভিন্ন ঘাটে তল্লাশি চালায়। এ সময় কালপুর, দুর্লভপুর ও আটরশিয়া এলাকা থেকে ফেরি করে ইলিশ বিক্রির সময় চারজন ইলিশ বিক্রেতার কাছ থেকে ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। তবে এ ঘটনায় ফেরিওয়ালাদের আটক করার আগেই তারা মাছ ফেলে পালিয়ে যায়। পরে জব্দকৃত মাছগুলো উপজেলার ছত্রাজিতপুর, শিবগঞ্জ এতিমখানা ও দেবীনগর হাফিজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়।

আরও পড়ুন

×