লাশবাহী ফ্রিজিং গাড়িতে মিলল ১০ কেজি গাঁজা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২৩ | ১১:৩৪ | আপডেট: ২৬ জুন ২০২৩ | ১১:৩৪
এ সময় দু'জনকে আটক করে পুলিশ। আটকরা হলেন অ্যাম্বুলেন্স চালক ফেনী জেলার সোনাগাজী উত্তর চরচান্দিয়া এলাকার সাগর বাবু এবং একই এলাকার আব্দুল্লাহ আল রাফি।
গৌরনদী মডেল থানার এএসআই এস এম আসাদুজ্জামান জানান, জেলা ডিবি পুলিশের এসআই কাজী ওবায়েদুল কবিরের নেতৃত্বে সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক ধরে আসা লাশবাহী গাড়িটিকে চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে লাশের কফিনের মতো করে সাজানো স্যানিটারি প্যাডের কার্টনে রাখা ১০ কেজি গাঁজা জব্দ এবং সাগর বাবু ও আব্দুল আল রাফি নামে দু'জন মাদক কারবারিকে আটক করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই কাজী ওবায়েদুল কবির বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলা করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বরিশাল ডিবি পুলিশের এসআই মো. ওবায়েদুল কবির ঘটনার বিষয়টি নিশ্চিত করে সমকালকে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মাদকসহ গাড়িটি জব্দ করা হয়েছে।