পিকআপ ভ্যান ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফাইল ছবি
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২৩ | ২১:০৫ | আপডেট: ২৬ জুন ২০২৩ | ২১:০৫
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। সোমবার রাত ৮টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের উপজেলার পিরোজপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- থ্রি-হুইলারচালক আবুল কালাম ও শরিফা খাতুন।
আবুল কালাম উপজেলার ঠিকাডাঙ্গা গ্রামের বাসিন্দা ও শরিফা খাতুন একই উপজেলার সাতগাছিয়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে।
সংবাদ পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠায়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, একটি থ্রি-হুইলার যাত্রী নিয়ে কালীগঞ্জ থেকে বারোবাজারের দিকে যাচ্ছিল। বারোবাজেরের পিরোজপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হন। সংঘর্ষে থ্রি-হুইলার ও পিকঅ্যাপ ভ্যান দুমড়েমুচড়ে যায়।
কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা ২০২৩
- সড়কে নিহত
- ঝিনাইদহ