মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে গ্রেপ্তার

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২৩ | ১৮:০০
নেত্রকোনার মদনে মাদকের জন্য টাকা না পেয়ে বাবাকে মারধরের অভিযোগে সাইমন তালুকদার (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার কুলিয়াটি গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে বাবাকে মারধরের অভিযোগে আগের মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার নেত্রকোনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, কুলিয়াটি গ্রামের নুরুল ইসলামের ছেলে সাইমন তালুকদার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। টাকার জন্য প্রায়ই সে বৃদ্ধ বাবাকে নির্যাতন করত। কয়েক মাস আগে নুরুল ইসলামের মামলায় কারাগারে পাঁচ মাস কাটিয়েছে। মাস কয়েক আগে জামিনে ছাড়া পেয়ে বাড়ি ফেরে। আবারও কয়েক দফায় বাবাকে নির্যাতন করে। সর্বশেষ রোববার বিকেলে আবারও সাইমন তার বাবাকে মারধর শুরু করে। পরিবারের সদস্যরা তাকে বেঁধে থানায় সংবাদ দেন।
মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, টাকার জন্য বৃদ্ধ বাবাকে মারধরের মামলায় জেলহাজতে ছিল সাইমন। জামিনে এসে আরও কয়েকবার মারধর করে। রোববার মারধরের সংবাদ পেয়ে পুলিশ রাত ৯টার দিকে তাকে থানায় নিয়ে আসে। আগের মামলায় রোববার আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এতে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়।
- বিষয় :
- মদন
- মাদকের টাকা
- বাবাকে পিটিয়ে গ্রেপ্তার