একদিনের ব্যবধানে কেজিতে আদার দাম বেড়েছে ২০০ টাকা

আদা। ছবি: সমকাল
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৩ | ১২:০৭ | আপডেট: ২৭ জুন ২০২৩ | ১২:০৭
বগুড়ার আদমদীঘিতে একদিনের ব্যবধানে আদার দাম কেজিতে বেড়েছে ২০০ টাকা। বাড়তি দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ ও জিরা।
ক্রেতাদের অভিযোগ, নিয়মিত বাজার তদারকি না হওয়ায় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বেশি দামে বিক্রি করছেন। এতে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ ক্রেতারা।
তবে প্রশাসনের দাবি, দাম নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার আদা বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি। একদিন আগে (সোমবার) আদা বিক্রি হয়েছিল ৪০০ টাকা কেজি। এক দিনের ব্যবধানে কেজিতে ২০০ টাকা বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতারা পড়েছেন বিপাকে। এদিকে বাড়তি দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ ও জিরাও। গত শনিবার প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হয় ২৫০ টাকা। সেই কাঁচামরিচ আজ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি। আর ৭০০ টাকা কেজি জিরা তিন দিনের ব্যবধানে বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়।
যথাযথভাবে বাজার তদারকি না হওয়ার সুযোগে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ইচ্ছামতো আদা, মরিচ, জিরাসহ অন্য মসলার দাম রাতারাতি বাড়িয়েছেন বলে অভিযোগ ক্রেতাদের।
মসলা ক্রেতা মফিজ আলী ও মোরশেদ জানান, প্রতিটি জিনিসের দাম সিন্ডিকেট করে বাড়ানো হচ্ছে। অথচ বাজার তদারকি নেই বললেই চলে। যার কারণে ভোক্তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
এদিকে মসলা বিক্রেতা মোস্তাকিন জানান, মহাজনের কাছ থেকে পাইকারি বাজারে বেশি দামে কিনতে হচ্ছে। ফলে খুচরা বাজারে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। বিশেষ করে কোরবানির কারণে মহাজনরা এসব মসলার দাম বৃদ্ধি করে থাকেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার জানান, ভোক্তা অধিকার সংরক্ষণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানো হচ্ছে