জমি নিয়ে বিরোধের জেরে ভাইকে খুন

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৩ | ১৭:০২ | আপডেট: ২৭ জুন ২০২৩ | ১৭:০২
মৌলভীবাজারের জুড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে আবদুল হামিদ কালা মিয়া নামে এক ব্যক্তি ভাইদের হাতে খুন হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে এ ঘটনা ঘটে। আবদুল হামিদ একই গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে।
জানা যায়, আবদুল হামিদ দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সেখানে অবস্থানকালে নিজের নামে বাড়ির অদূরে কিছু জমি কেনেন। দেশে এসে এসব জমির ভাগবাটোয়ারা নিয়ে ভাইদের সঙ্গে মতবিরোধ দেখা দেয়। এ নিয়ে কয়েকবার এলাকায় সালিশি বৈঠক হয়। সালিশিতে মীমাংসা না হলে আদালতে মামলা হয়। ঘটনার দিন সকালে আবদুল হামিদ নিজ জমিতে চাষ করার উদ্দেশ্যে কাজ শুরু করলে তাঁর ভাই আবদুল জলিল, ফারুক মিয়া ও চাচাতো ভাই আবদুল খালিক বাধা দেন। এ সময় তাঁকে জমিতেই পিটিয়ে হত্যা করা হয়।
অভিযুক্ত আবদুল জলিল বড়লেখা উপজেলার সুজানগর সিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অপর দু’জন সৌদি আরব প্রবাসী। ঘটনার পর সবাই বাড়ি ছেড়ে পালিয়েছেন। অভিযুক্তদের ব্যক্তিগত ফোন নম্বর বন্ধ থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগীর ছেলে আপ্তাব মিয়া জানান, তাঁর বাবা অসুস্থ ছিলেন। চাচাদের আপত্তিতে তিনি অনেক দিন কাজ স্থগিত রেখেছেন। কিন্তু কোনো সুরাহা হয়নি। সকালে তাঁর বাবা জমিতে গেলে চাচারা সেখানেই তাঁকে পিটিতে হত্যা করেন। বাবা হত্যার বিচার দাবি করেন তিনি।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন বলেন, আবদুল হামিদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- মৌলভীবাজার
- জুড়ী