ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

উল্টেপড়া বাসের নিচে পড়ে রিকশাচালক নিহত

উল্টেপড়া বাসের নিচে পড়ে রিকশাচালক নিহত

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৩ | ২০:৩৬ | আপডেট: ২৭ জুন ২০২৩ | ২০:৩৬

সিলেটের ওসমানীনগরে বাসচাপায় জুয়েল মিয়া (১৮) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। তিনি মৌলভীবাজার সদর উপজেলার নতুন বস্তি এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে শেরপুর অক্টরি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহত হয়েছেন আরও তিন-চারজন বাসযাত্রী। 

জানা যায়, সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস শেরপুর সেতু অতিক্রম করার পর উল্টে সড়কের নিচে পড়ে যায়। এসময় বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই রিকশাচালক জুয়েল মারা যান এবং আরও তিন-চারজন বাসযাত্রী আহত হন।

আহতদের একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তাজপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. অপু মিয়া।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব বলেন, ‘বাসটি উল্টে সড়েকর নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই একজন মারা যান।’

আরও পড়ুন

×