শার্শায় সাংবাদিক পেটালেন সার্জেন্ট

সাংবাদিক আসাদকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন সহকর্মীরা। ছবি- সমকাল
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২৩ | ২১:৪৩ | আপডেট: ০২ জুলাই ২০২৩ | ০৩:০৮
যশোরের শার্শায় আসাদুর রহমান আসাদ নামের এক সাংবাদিককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে নাভারন হাইওয়ে থানার সার্জেন্ট রফিকুল ইসলামের বিরুদ্ধে। আসাদুর রহমান যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কণ্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার।
শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার নাভারন মোড়ে তাকে পিটিয়ে আহত করা হয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন সহকর্মীরা। তাদের অভিযোগ, অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আসাদকে নির্যাতন করা হয়েছে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যশোরের সাংবাদিক মহল। অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সাংবাদিকরা জানান, ২৪ ঘণ্টার মধ্যে সার্জেন্ট রফিকুলের শাস্তি না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি শুনেছি। ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।
/এইচকে/
- বিষয় :
- যশোর
- সাংবাদিক নির্যাতন
- জখম