ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ভোলায় সংঘর্ষ: পাঁচ হাজার জনকে আসামি করে মামলা

ভোলায় সংঘর্ষ: পাঁচ হাজার জনকে আসামি করে মামলা

রোববার সংঘর্ষের সময় তোলা ছবি

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯ | ০১:৪৪ | আপডেট: ২১ অক্টোবর ২০১৯ | ০৬:৫৪

ফেসবুকে একটি বিভ্রান্তিকর পোস্টের সূত্র ধরে রোববার ভোলার বোরহানউদ্দিনে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা পাঁচ হাজার জনকে আসামি করে মামলা করা হয়েছে। 

রোববার রাতে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় এ মামলা করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

রোববার ধর্ম অবমাননার অভিযোগ তুলে বোরহানউদ্দিনে সংখ্যালঘু সম্প্র্রদায়ের এক যুবকের বিচারের দাবিতে 'তৌহিদী জনতা'র ব্যানারে বিক্ষোভ থেকে পুলিশের সঙ্গে এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ হয়। এতে চারজন নিহত হয়। 

দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ আহত হয় শতাধিক মানুষ। রোববার সকাল ১১টার দিকে উপজেলা সদরের বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

আরও পড়ুন

×